প্রকাশিত: Thu, Jun 1, 2023 4:37 AM
আপডেট: Fri, May 9, 2025 2:04 PM

শিগগিরই পিটিআইর নতুন রোডম্যাপ ঘোষণা করবেন ইমরান খান

ইমরুল শাহেদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান মঙ্গলবার সমর্থকদের উদ্দেশ্যে এক ভার্চুয়াল ভাষণে এ কথা বলেছেন। তিনি ক্ষমতাসীন জোট সরকারকে তিরস্কার করে বলেন, তার দলকে ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নিয়ে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জিওটিভি

তিনি বলেন, অপরাধ দমনের পরিবর্তে প্রতিষ্ঠানগুলোকে আমার দল ভাঙ্গার কাজে ব্যবহার করা হচ্ছে। আমি যা বুঝেছি তা হল নতুন রাজার দল তৈরি হচ্ছে। যারা পিটিআই ত্যাগ করেছে, তাদেরকে সেই রাজার দলে যুক্ত করা হচ্ছে। 

তিনি বলেছেন, এখন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জনসমর্থন হারাচ্ছে। তাদের জনসভায় এখন মানুষ হয় না। দেশে যা নিষ্ঠুরতা হচ্ছে, তার সবকিছুর সঙ্গেই এই দলটি জড়িত। এভাবেই জোট সরকার দেশ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। 

তিনি বলেন, এস্টাবলিশমেন্টের সহায়তায় কখনো দেশের সমস্যার সমাধান হবে না। যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, কেবল তারাই বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আইনের শাসন সমুন্নত না হলে দেশ বাঁচবে না। 

ইমরান বলেন, পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রচণ্ড চাপের মধ্যে চাপের মুখে আছে। তার পিটিআই-এর আমলে যে মামলাগুলো চলছিল সেগুলো ক্ষমতায় আসার আগেই তৈরি করা হয়েছিল।

তিনি আরো দাবি করেন, তার দলের শাসনামলে কোনো নারীকে গ্রেপ্তার করা হয়নি এবং কারো বাড়িতেও প্রবেশ করা হয়নি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব